11145_rosneara
বৃটেনের কেয়ার এন্ড সাপোর্ট সার্ভিস সংস্কারের দাবী রুশনারা আলী এমপির

ব্রিটেনের শ্যাডো এডুকেশন মিনিস্টার রুশনারা আলী এমপি ব্রিটেনের কেয়ার এন্ড সাপোর্ট সার্ভিসের সংস্কারের দাবী জানিয়েছেন। তিনি বলেছেন সেক্টরে সমস্যা দিন দিন বাড়ছে। আর এজন্যই জরুরী ভিত্তিতে সংস্কার প্রয়োজন। বেথনাল গ্রীণ এন্ড বো আসনের এমপি রুশনারা আলী পূর্ব লন্ডন ভিত্তিক সোশাল কেয়ার বিষয়ক চ্যারেটি সংস্থা ‘আপাস্যান্থে‘র স্টাফ এন্ড ট্রাস্টি এওয়েডে’তে ‘ফিউচার অব সোশাল কেয়ার এন্ড স্পেশাল এডুকেশন’ শীর্ষক বক্তব্যে একথা বলেন। গত ১ ফেব্রুয়ারী, মালবারী স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে রুশনারা আরো বলেন, বৃটেনের ক্রমবর্ধমান বয়স্ক লোকদের প্রাত্যহিক সমস্যার বিষয়টি উদ্বেগজনক। এছাড়া শিশুদের রক্ষনাবেক্ষনের খরচ বৃদ্ধির বিষয়টিও অসহনীয় হয়ে উঠেছে। আর এমন একটি কঠিন সময়ে পরিবারগুলোর দরকার সঠিক নির্দেশনা এবং সহযোগিতা।বক্তব্যে রুশনারা বৃটেনের ক্রমবর্ধমান কেয়ার সমস্যা মোকাবেলাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বৃটেনের ওয়েলফেয়ার এন্ড হেলথ কেয়ার পদ্ধতিকে জনসংখ্যার প্রয়োজনের সাথে অবশ্যই খাপ খাইয়ে চলতে হবে। এক্ষেত্রে যদি উল্লেখযোগ্য সংস্কার না হয় তাহলে দীর্ঘ মেয়াদে আমাদের অর্থনৈতিক উন্নতি মারাতœকভাবে বিঘিœত হবে। রুশনারা বলেন, পরিবারগুলো সার্ভিসের ধরন এবং এর গুণগতমান ও মূল্য সম্পর্কে যাতে কার্যকর তথ্য এবং উপদেশ পেতে পারে এজন্য আমাদের একটি ব্যয় সাশ্রয়ী কেয়ার পদ্ধতি দরকার। দৈনন্দিন ব্যয় বৃদ্ধির জন্য যে সব পরিবার কষ্টের মধ্যে আছে লেবার পার্টি তাদের সাহায্য করতে চায়।তিনি আরো বলেন, হেলথ এন্ড সোশাল কেয়ারকে হাসপাতাল থেকে বের করে কমিউনিটিতে নিয়ে আসার বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তির চাহিদা মোতাবেক সাপোর্ট এবং কেয়ার দিতে হবে। আর এক্ষেত্রে সংশ্লিষ্টের পরিবারের অধিকার এবং নিয়ন্ত্রণ থাকতে হবে। পাশাপাশি কেয়ার এবং সাপোর্টের আগে প্রতিষেধক ব্যবস্থাকে উন্নত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। রুশনারা তার বক্তব্যে আপাস্যান্থের কার্যক্রমেরও ভূয়সী প্রশংসা করেন। আপাস্যান্থের চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাইরেক্টর মাহমুদ হাসান এমবিই।