image_52434.everest-7
এভারেস্টে আরোহণের খরচ কমাবে নেপাল

মাউন্ট এভারেস্টে ওঠার জন্য অনুমতি পাওয়ার খরচ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল প্রশাসন৷ দেশটির পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও বেশি করে পর্যটকদের নেপালে আনার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সূত্র জানিয়েছে, আগামী বছর থেকে বর্তমান রেট কমিয়ে নতুন রেট কার্যকরী করা হবে৷ বিশ্বের উচ্চতম শৃঙ্গে উঠতে গেলে এতদিন ‘লাইসেন্সিং ফি’ হিসেবে মাথাপিছু ২৫ হাজার মার্কিন ডলার দিতে হত পর্বতারোহীদের৷ কোনও পর্বতারোহী দলের সদস্যসংখ্যা দশের বেশি হলে দলকে ৭০ হাজার ডলার দিতে হত শৃঙ্গে ওঠার অনুমতি পাওয়ার জন্য।
ঠিক হয়েছে নতুন বছর থেকে পর্বতারোহীদের অনুমতি পেতে গেলে মাথাপিছু মাত্র ১১ হাজার মার্কিন ডলার দিলেই চলবে৷ এর ফলে দু’ধরনের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে৷ প্রথমত, মাউন্ট এভারেস্টে ওঠার জন্য আরও বেশি করে পর্বতারোহীর নেপালে ভিড় জমাতে শুরু করার সম্ভাবনা বাড়বে৷ দ্বিতীয়ত, এতদিন অনেকেই খরচ কমাতে সম্পূর্ণ অপরিচিতদের সঙ্গে মিলে দশ জনের একটা দল তৈরি করে নিতেন৷ ফলে মাথাপিছু ১০ হাজার টাকা করে দিয়ে শৃঙ্গে ওঠার অনুমতি জোগাড় করতেন৷ এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত, দলের সদস্যরা কেউ কাউকে ঠিকমতো চেনেন না।
কিন্তু মাথাপিছু খরচ অর্ধেকেরও কম হয়ে যাওয়ায় এই সম্ভাবনা কমে যাবে বলে মনে করছে প্রশাসন৷ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শেরপার দলও৷ তাঁদের মতে, নতুন বছর থেকে পাহাড়ে যাওয়ার জন্য আসা অভিযাত্রীদের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে৷ ফলে বাড়বে তাঁদের রোজগারও৷ যে পথে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি এভারেস্টে উঠেছিলেন সেই সাউথ কল রুট ধরে এগোতে গেলেই ১১ হাজার ডলার খরচ করতে হবে৷ কিন্ত্ত ‘অফ সিজন’-এ অন্যান্য স্বল্প পরিচিত পথ ধরে এগোতে গেলে মাথাপিছু মাত্র আড়াই হাজার ডলার খরচ করলেই চলবে৷ শুধু এভারেস্টই নয়, অন্য আরও শতাধিক শৃঙ্গে ওঠার ফি-ও কমানো হবে৷ সূত্র : এই সময়