National-Parliament-of-Bangladesh_jpgঢাকা, ১৬ ফেব্রুয়ারি: চারদিন মুলতবির পর দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ রোববার বিকেল সাড়ে ৪টায় ফের বসছে। গত ১১ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতুবি ঘোষণা করেন।
গত ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ি প্রথম অধিবেশনের প্রথম কার্য-দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপ আ. স. ম ফিরোজ ধন্যবাদ প্রস্তাব আনলে সরকারি দলের নুর-ই আলম চৌধুরী তা সমর্থন করেন। এরপর ওই দিনই রাষ্ট্রতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয় ।
এদিকে গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দশম জাতীয় সংসদের সাতটি কার্যদিবস অতিবাহিত হয়েছে। এ সাত কার্য-দিবসে রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়। কমিটিগুলোর মধ্যে রয়েছে- সংসদ কার্য-উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, পিটিশন কমিটি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও লাইব্রেরি কমিটি।