53003bab2d7b6-stoning
ফেসবুক ব্যবহার করায় তরুণীর মৃত্যুদণ্ড

ফেসবুক ব্যবহার করায় সিরিয়ায় এক তরুণীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার রাক্কা শহরে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে জানানো হয়, ফাতোয়াম আল জাসিম নামের এক তরুণী ফেসবুকে অ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছিলেন। এ খবর জানার পর আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি সংগঠন দ্য ইসলামিক স্টেট অব ইরাক ও দ্য লেভান্টের (আইএসআইএল) সদস্যরা ওই তরুণীকে ধরে স্থানীয় শরিয়া আদালতে নিয়ে যান।
আদালত আদেশে বলেন, ফেসবুকে অ্যাকাউন্ট থাকা ব্যভিচারের শামিল। এ কারণে তরুণীকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দণ্ড দেওয়া হলো। এরপর আইএসআইএলের সদস্যরা এ দণ্ড কার্যকর করেন বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
আইএসআইএল ইরাকভিত্তিক আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি সংগঠন। তবে সংগঠনটির সদস্যরা বর্তমানে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।