Flag_of_Bangladesh_Nationalist_Party
বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

  দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে দলের আরো পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার শুক্রবার রাতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত তিন নেতা হলেন- বগুড়া জেলার ধনুট উপজেলা বিএনপির সভাপতি তহিদুল আলম মামুন, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মানিক সওদাগর, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সদস্য আবু সাঈদ, মাদারীপুর জেলার শিবচর থানার সদস্য নাজমূল হুদা চৌধুরী মিঠু এবং শাহাদাৎ হোসেন খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে একই কারণে জেলা ও উপজেলা পর্যায়ের আরো ছয় নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। এরা হলেন- বরিশাল উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন খাঁন, বিএনপি নেতা নূর আলম এবং হান্নান শরীফ, রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম শওকত সিরাজ, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা বিএনপির সদস্য আবিদুর রহমান খান রোমান এবং শরীয়তপুর জেলার গোসাইরহাট থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে আবিদুর রহমান খান রোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়।