hajj-2013_43858
সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি আজ

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকার আজ রবিবার হজ চুক্তি করতে যাচ্ছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সৌদি আরবে অবস্থান করছেন।প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম, উপসচিব (হজ) মো. জাহাঙ্গীর আলম ও ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহাকারী মো. আবু সাঈদ।

জানা যায়, জনসংখ্যা অনুপাতে বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ৩০ হাজার হজযাত্রির সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পাওয়ার কথা। হজযাত্রীর সংখ্যা, মোয়াল্লেম ফিসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয় নিয়ে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় সঙ্গে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আজ রবিবার একটি চুক্তি স্বাক্ষরিত হবে।