emma_watson_124926_0
ফিল্মের বাইরের জগত দেখতে আগ্রহী এমা

এমা ওয়াটসন। বয়স ২৩ বছর। হ্যারি পটার সিরিজখ্যাত অভিনেত্রী তিনি। দুই দুইবারের বোর্ডস্বীকৃত একজন ইয়োগা প্রশিক্ষকও বটে। পড়াশোনা করছেন ইংরেজি সাহিত্য নিয়ে।

সম্প্রতি এমা জানিয়েছেন, শুধু একজন অভিনেত্রী হয়েই থাকতে চান না তিনি। খুব শিগগিরই শেষ হয়ে যাবে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। তারপরের সময়গুলো কাজে লাগানোর পরিকল্পনা করছেন এমা। তবে নিজের বুদ্ধিমত্তাকে সঠিকভাবে কাজে লাগানো যাবে এমন কিছুই করতে চান বলে এমা।

এমা ওয়াটসন আরও জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোনো বিষয় নিয়েই কাজ করতে অধিক আগ্রহী তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের জগতটিকে দেখতে চান। মানুষের সঙ্গে মিশতে চান। হয়তো ছবি আঁকার দিকেই বেশি মনোযোগ দেবেন।