mridul_ed_44042
অপহৃত স্বর্ণ ব্যবসায়ী মৃদুলকে পাওয়া গেল কুমিল্লায়

অপহৃত হওয়ার ছয় দিন পর চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে কুমিল্লা থেকে জীবিত পাওয়া গেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কে বা কারা মৃদুলকে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

জানা যায়, আজ ভোরে কুমিল্লার বুড়িচং থানার কংসবাজার এলাকায় অচেতন অবস্থায় মৃদুলকে কে বা কারা ফেলে যায়। সংজ্ঞা ফিরলে তিনি বাজারের নৈশপ্রহরীর মোবাইল ফোন থেকে চট্টগ্রামে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবার পুলিশকে জানালে বুড়িচং থানা পুলিশ তাকে উদ্ধার করেন।

গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামে পুরাতন টেলিগ্রাফ রোড থেকে মৃদুল চৌধুরী অপহৃত হওয়ার পর তার পরিবার অভিযোগ করে, র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে একটি দল তাকে তুলে নিয়ে গেছে। ৮০ ভরি স্বর্ণ লুটের অভিযোগে মৃদুল ঢাকার সিএমএম আদালতে র‌্যাবের রকিবুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার পরপরই অপহরণের ঘটনা ঘটে।

মৃদুল নিখোঁজ হওয়ার পর ছয় দিনেও মুক্তিপণের দাবিতে পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। তাকে উদ্ধারের জন্য চট্টগ্রামের ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিলেন।