Narendra-Modiআগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি তার স্ত্রী নেই উল্লেখ করে বলেছেন, পারিবারিক বন্ধন নেই এমন ব্যক্তিই কেবল দেশে কার্যকরভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে। হিমাচল প্রদেশের হামিদপুরে রোববার এক নির্বাচনী জনসভায় হিন্দিতে বক্তৃতাকালে মোদি বলেন, ‘আমার স্ত্রী নেই। আমার কোন পরিবার নেই। আমি কার জন্য দুর্নীতি করবো?’ তিনি বলেন, ‘আমার দেহ-মন সবকিছুই দেশের জন্য নিবেদিত।’ মোদি (৬৩) অল্প বয়সে বিয়ে করেছিলেন এবং বিয়ের কিছুদিনের মধ্যে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় এমন খবর রয়েছে। তবে এ ব্যাপারে তিনি কখনো কোন মন্তব্য করেননি। তিনি বিজেপি’র আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন না এই ভয়ে তার বিয়ের খবর গোপন করেছেন বলে কথিত আছে। আরএসএস সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিয়ে অপছন্দ করে। নীলাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা নরেন্দ্র মোদির জীবনী থেকে এ তথ্য জানা যায়। ঘটনাক্রমে প্রধানমন্ত্রী পদের জন্য মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাহুল গান্ধীও অবিবাহিত। মোদি দুর্নীতি দমনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনাকারীদের ছিলেন পুরোধা। সূত্র : পিটিআই