priyanka-chopra-dostana-sequel-hot20484_0
আমি নিজেকে নিজে গড়েছি

বলিউডে খান এবং কাপুরদের ভিড়ে প্রিয়াকাংকা চোপড়া নিজের জায়গা নিজে করে নিতে পেরে গর্বিত। কারণ এর জন্য তার কোন পদবীর প্রয়োজন হয়নি।

তিনি বলেন, ‘আমি কারো সাহায্য ছাড়া অভিনয়ে এসেছি এবং আমাকে পথ দেখিয়ে দেবারও কেউ ছিলো না। আমি নিজেকে নিজে গড়ে তুলেছি এর জন্য আমি গর্বিত এবং এতগুলো বছরে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছি।’

প্রিয়াংকার তার দশ বছরের ক্যারিয়ারে অনেক চরিত্রে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। ‘ফ্যাশন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

প্রিয়াংকা বলেন, ‘আমাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে এবং সেই পথ আমি পার হব। যতদিন আমার দর্শক আমাকে দেখতে চাইবে, অভিনেত্রী হিসেবে ততদিন আমি তাদের জন্য থাকবো, নতুন ভাবে নিজেকে উপস্থাপন করবো।’

বর্তমান প্রজন্মের কয়েকজন অভিনেত্রী আছেন যারা শুধু অভিনয়ে নিজেকে বেঁধে রাখেননি। প্রিয়াংকা তাদের মধ্যে একজন। তিনি গানও করছেন, গানের শিক্ষা নিয়েই তবে তিনি গান করেছেন। তার দুইটি গান মুক্তি পেয়েছে। একটি ‘ইন মাই সিটি’ এবং আরেকটি ‘এক্সোটিক’। তিনি অভিনয় এবং গান দুটোকেই সমানভাবে চালিয়ে যেতে চান।

৩৩ বছর বয়সী সাবেক মিস ওয়ার্ল্ড বলেন, ‘একটি জিনিসকে পাওয়ার জন্য আমি অন্যটিকে ছেড়ে দিতে রাজি নই। নারী হিসাবে আমি অনেক কিছু করতে পারি। এবং আমি তাই করতে চাই যা আমার মন চায়। আশা করি ক্যারিয়ার ও অন্যান্য ব্যাপারগুলো সামঞ্জস্য করে চলতে পারব। মিউজিক ইন্ডাসট্রিতে টিকে থাকার জন্য পথের সকল বাঁধা অতিক্রম করে এগিয়ে চলতে চাই। এমনিতে বলিউডে কাজ করা অনেক চ্যালেঞ্জিং। যেহেতু আমাকে কেউ এখানে নিয়ে আসেনি। এখানে আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। তাই আমি দেখেশুনে প্রতিটি পদক্ষেপ নিতে চাই। নতুন কিছু করা অনেকটা কঠিন। মিউজিক ক্যারিয়ারও চালিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্টের। তবে কষ্টের মধ্যে প্রশাšিত্ম আছে। আমি জানি না আমার মিউজিক ক্যারিয়ার কতদুর যাবে। তবে আমি যথাসাধ্য চেষ্টা করছি ভাল করে সব কিছু চালিয়ে নিয়ে যেতে।’