image_109544
মানি লন্ডারিং প্রতিরোধে এফএটিএফ-এর স্বীকৃতি বাংলাদেশের

মুদ্রা পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের নেয়া পদক্ষেপ আন্তঃসরকার সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) স্বীকৃতি পেয়েছে। এখন আর আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের লেনদেন আর এফএটিএফর পর্যবেক্ষণের আওতায় থাকবে না। আমদানি ও রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের খরচও কমবে। মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বাংলাদেশর অগ্রগতিকে এফএটিএফ স্বাগত জানিয়েছে।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, এই স্বীকৃতিতে মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কিত জাতিসংঘের বিভিন্ন কনভেনশন-প্রোটোকল, নিরাপত্তা পরিষদের বিভিন্ন রেজুলেশন ও এফএটিএফ’র মানদণ্ড পরিপূর্ণভাবে বাস্তবায়নকারী দেশের মর্যাদা অর্জন করল বাংলাদেশ।