image-2_70061৩-৮-০ এ তিনটি সংখ্যা বাংলাদেশের মিডল অর্ডারে ব্যাট করতে নামা ৩ ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ। এতেই বোঝা যায়, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা কী পরিমাণে ব্যর্থ। তাদের ব্যর্থতাকে এগিয়ে নিয়েছে লেজের দিকের ব্যাটসম্যানরাও। ফলাফল, প্রথম ওয়ান ডেতে শ্রীলঙ্কার কাছে ১৩ রানে ধরাশায়ী বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তার আস্থায় সমর্থন দিয়ে প্রথম ৬ ওভারের মধ্যেই দুই লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান ও কৌশল পেরেরার উইকেট তুলে নিয়েছেন রুবেল হোসেন। আল আমিন হোসেন ফিরিয়েছেন ‘ভয়ংকর’ কুমার সাঙ্গাকারাকে। ১০ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৮০ রান। তবে ক্যাচ মিস না করলে হয়তো লঙ্কানদের ১০০ রানের মধ্যেই বেধে ফেলা যেত। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান সংগ্রহকারী থিসারা পেরার ৩টি ক্যাচ মিস করেন সোহাগ গাজী, নাসির হোসেন ও সাকিব আল হাসান। ক্যাচ মিসের তালিকায় নাম লিখিয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহও।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের দ্বিতীয় বলে এনামুল ম্যাথুসের তালুবন্দি হলে পরাজয়ের শঙ্কা ভর করে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মাঝে। শামসুর রহমান ও মমিনুল হকের জুটি জয়ের আশা দেখাতে শুরু করে। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার পূর্বে দলকে দৃঢ় অবস্থানে রেখে যান শুভ। কিন্তু এরপরই পটপরিবর্তন হতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ক্রিকেটারদের এমন দায়িত্বহীন ব্যাটিংয়ে হতাশ হয়েছেন শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া ক্রিকেটপ্রেমীরা।