twitter-liberation-maduro-venezuelaসরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সভা করার অভিযোগে মার্কিন দূতাবাসের তিনজন কর্মকর্তাকে বহিষ্কার করতে যাচ্ছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সরকার বিরোধী বিক্ষোভ, র্যা লি, তথা রাজনৈতিক অস্থিরতা দিনে দিনে বাড়ছে দেশটিতে। গত সপ্তাহে এক সংঘর্ষে মারাও গেছেন তিন বিক্ষোভকারী। গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে বিরোধী নেতা লিওপলডো লোপেয-এর বিরুদ্ধে, মঙ্গলবার রাজধানী কারাকাসের উদ্দেশ্যে একটি মার্চকে নেতৃত্ব দিয়ে অগ্রসর হওয়ার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।একটি জাতীয় টিভিতে বহিষ্কারের ঘোষণায় বহিষ্কৃতদের নাম প্রকাশ করেননি মাদুরো, তবে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানাবে পরবর্তীতে। ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করছেন যুক্তরাষ্ট্রের এমন একটি দলের সদস্য এরা। আমরা পর্যবেক্ষণ করছি যে, দু মাস ধরে ছাত্রদের সঙ্গে সভা করছেন তারা। এরা ভিসাধারী ব্যক্তি,’ তিনি বলেন। তিনি আরো বলেন, ‘ভেনিজুয়েলা কারো কাছ থেকে আদেশ গ্রহণ করে না!’শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে ভেনিজুয়েলায় ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা বেড়ে যেতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন। মূলত উচ্চ মুদ্রাস্ফীতি, অপরাধ এবং নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রীর অপ্রতুলতার ব্যাপারে বিক্ষোভ করতে মাঠে নেমেছে বিরোধী দল। অপরদিকে সরকার বলছে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অপ্রতুলতার জন্য স্যাবোটাজ এবং মুনাফাখোর দুর্নীতিবাজ ব্যবসায়ীরা দায়ী।