11592_paddy
রাস্তায় চারা লাগিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদ

কুড়িগ্রামের রাজিবপুর-মোহনগঞ্জ সড়কে বোরোর চারা রোপন করে এসএসসি পরীক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন। শনিবার সামান্য কিছু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজিবপুর-মোহনগঞ্জ সড়ক কাঁদা পানিতে একাকার হয়ে রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে যায়। ওই এলাকার এসএসসি পরিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যাবার সময় অনেকেই ওই রাস্তার কাঁদা পানিতে পড়ে তাদের জামা-কাপড় নষ্ট হয়ে  যায়। পরে কয়েক পরীক্ষার্থী ও স্থানীয় টোকমাথা বাজারের ব্যবসায়ীরা মিলে ক্ষোভে-দুঃখে রাজিবপুর-মোহনগঞ্জ সড়কের টোকমাথা নামক বাজারের কাছে রাস্তার মধ্যে বোরো ধানের চারা রোপন করেন। অভিনব এই প্রতিবাদের মাধ্যমে তারা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানান। এসময় তাদের সাথে সাধারণ মানুষসহ ওই এলাকার অনেক লোক রাস্তায় দাড়িয়ে এই ব্যতিক্রম প্রতিবাদে অংশ নিতে দেখা যায়।