Bouri_NC_41_DP4_platform
সমুদ্রে গ্যাস অনুসন্ধানে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

অগভীর সমুদ্রে দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওএনজিসির সঙ্গে চুক্তি করেছে পেট্রোবাংলা। রাজধানীর পেট্রোসেন্টারে বাংলাদেশ সরকার, পেট্রোবাংলা এবং ওএনজিসি-বিদেশ, অয়েল ইনডিয়া ও বাপেক্সের মধ্যে এই দুটি অনুসন্ধান, উৎপাদন ও বণ্টন চুক্তি সাক্ষরিত (পিএসসি) হয়। ভারতীয় কোন প্রতিষ্ঠানের সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান সংক্রান্ত এটিই প্রথম কোন চুক্তি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালনি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  অগভীর সমুদ্রে আরও দুটি ব্লকে যুক্তরাষ্ট্রের কনকো ফিলিপস (ব্লক ৭) এবং স্যান্টোস-ক্রিস এনার্জির (ব্লক ১১) সঙ্গে চলতি মাসেই চুক্তি হবে বলে পেট্রোবাংলা জানিয়েছেন।