Voipbanner
কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম আটক

রাজধানীর আদাবরের একটি বাসা থেকে কোটি টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তির নাম লিঙ্কন মিয়া।  র‌্যাব-৪ এর সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে  শেখেরটেকের ‘বায়তুল আমান হাউজিং’ এর ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এসময় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করা হয়। যেসব ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়েছে তার দাম প্রায় কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিংকন বলেছে, দীর্ঘদিন ধরে সে এ ব্যবসায় জড়িত।