1392722388.নওগাঁ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন শেষ পর্যন্ত সড়ে দাঁড়ালেন। মঙ্গলবার বেলা ১ টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাই দল ও দেশের স্বার্থেই আমি আমার নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়াচ্ছি।’ দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দীর্ঘ দিন থেকে আমি দলের একজন নিবেদিত সৈনিক। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার যে কোন সিদ্ধান্ত নিতে কখনও পিছপা হইনি। তাই চেয়ারপার্সনের নির্দেশ অমান্য করতে পারিনি।  তিনি বলেন কারো প্ররোচনায় বা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছি।’ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকা বলেন, আমি আশা করি রিপনসহ বহিষ্কৃতদের বহিষ্কার আদেশ অতি সত্তর প্রত্যাহার করা হবে।অন্যান্যের মধ্যে  কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ পৌর মেয়র নজমূল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ বকুল, শহর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহম্মেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য মামুনুর রহমান রিপন নির্বাচন থেকে সড়ে যাওয়ায় সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী থাকলো একজন।