11741_rajib
রাজীব গান্ধীর হত্যাকারীদের ফাঁসি বাতিল করে যাবজ্জীবন

ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত তিন হত্যাকারীর মৃত্যুদণ্ডের শাস্তি বাতিল করে তাদের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এই তিনজন আগেও ক্ষমা প্রার্থনা করে আবেদন করেছিল। কিন্তু তাদের ক্ষমা প্রার্থনার আবেদন বহুকাল ধরে প্রলম্বিত হওয়ায় কিছু দিন আগে এই তিন অপরাধী শীর্ষ আদালতে মৃত্যুদণ্ডের পরিবর্তে আজীবন কারাবাসের জন্য আবেদন করে। পি সাথশিভমের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ মঙ্গলবার তিন হত্যাকারীর ফাঁসির আদেশ বাতিল করে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে। রাজীব গান্ধীকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত মুরুগন, আরিভু ও সুথেন্দ্ররাজার ক্ষমার আবেদন গত ১১ বছর ধরে ঝুলে ছিল। ফেব্র“য়ারি মাসের ৪ তারিখ কেন্দ্রীয় সরকার এই আবেদনের বিরুদ্ধে সওয়াল করে জানায় এই ১১ বছরে এই তিন অপরাধীর উপর কোন রকম শারীরিক অত্যাচার বা অমানবিক আচরণ করা হয়নি। সরকার জানায় অকারণে এই দেরি হয়নি। এর পিছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ ছিল। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুডুরে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী জঙ্গি হামলায় মারা যান তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এর আগেও সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে ফাঁসির আসামীদের ক্ষমা প্রর্থনার আবেদন  নিয়ে কোনও সিদ্ধান্ত সরকার না নেয়ায় বেশ কয়েকজনের ফাঁসির আদেশ বাতিল করে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছিল। এবার দ্বিতীয় পর্যায়েও এই একই নির্দেশ দেয়া হয়েছে।