image_91429বিএনপির কক্সবাজার ও নোয়াখালী জেলার উপজেলা নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেছেন, উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে  কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেয়া হবে। দল যাকে প্রার্থী দেয় তাঁর পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান তিনি। গতকাল সোমবার কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা কার্যালয় উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল।উল্লেখ্য, বিএনপির কক্সবাজার ও নোয়াখালী জেলার উপজেলা নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ উপজেলা নির্বাচন তদারকির জন্য কক্সবাজারে আসেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়া উপজেলা নির্বাচনের দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ এ অংশ নেন। তিনি আসন্ন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত চকরিয়া-পেকুয়ায় অবস্থান করবেন বলে জানা গেছে।