11725_sagor-runi
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। মামলার অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তাকে ৫ই মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের পর দুই বছর পেরিয়ে গেলেও অভিযোগপত্র না হওয়ায় এ মামলায় গ্রেপ্তার তিন আসামি মঙ্গলবার জামিন চাইতে হাইকোর্টে গেলে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। উল্লেখ্য, ২০১২ সালের ১১ই  ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।