11865_pabna
পাবনার সুজানগরে নির্বাচন বর্জন, বৃহস্পতিবার হরতাল

সুজানগর উপজেলায় ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচনর বর্জন করেছেন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে উপজেলা বিএনপি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি ভোট  কেন্দ্রে ব্যাপক কারচুপি ও ভোটারদের বাড়ি থেকে বের হতে বাঁধা প্রদান এবং জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারা হয়েছে।
এছাড়াও জেলার আটঘরিয়া উপজেলার অভিরামপুর ও গোপালপুর ভোট কেন্দ্রে ১৯ দল সমর্থিক জামাতের প্রার্থী জহুরুল ইসলাম খানের এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি এবং জোরপূর্বক সীল মারা হয়েছে বলে চেয়ারম্যান প্রার্থী অভিেেযাগ করেন।