thailand8_44425
ইংলাকের দফতর ঘেরাও করেছে বিক্ষোভকারীরা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার অস্থায়ী দফতর ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। আজ হাজার হাজার বিক্ষোভকারী কঠোর নিরাপত্তাবেষ্টিত দফতরের চার পাশে জড়ো হয়।

জমায়েতে বিক্ষোভকারীদের নেতা চাম্পুল জুমসাই বলেন, ‘আমরা চাই না ইংলাক সিনাওয়াত্রা প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্স ব্যবহার করুক। ইংলাককে এই কমপ্লেক্স ব্যবহার করতে না দিতে সেনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এর আগে থেকেই প্রধানমন্ত্রীর নিয়মিত দফতর ঘেরাও করে রেখেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা। এ কারণে জানুয়ারি থেকে উত্তর ব্যাংককে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে অস্থায়ী দফতরে অফিস করছেন প্রধানমন্ত্রী ইংলাক। সরকারবিরোধী আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগ দাবি করে আসছেন।

তারা বলছেন, পদত্যাগ করে অনির্বাচিত গণপরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গত ২ ফেব্রুয়ারি থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সরকার বিরোধীরা ওই নির্বাচন বয়কট করেছে।