11848_nirbachon
উপজেলায় ভোটগ্রহণ শুরু

৯৭ উপজেলায় সকাল ৮টা থেকে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় দেশের মোট ৪০টি জেলার ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২,২৭৪ প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দু’দিন আগে থেকেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে সেনাবাহিনী। তারা এলাকাগুলোতে ৫ দিন অবস্থান করবে। এছাড়া র‌্যাব, বিজিবি, পুলিশ আনসার বাহিনী তো রয়েছেই। এছাড়া মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালতও। উপজেলা নির্বাচনী আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচারণা বন্ধ করা হয়েছে। নির্বাচনে ৪০ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ৯৮ সহকারী রির্টার্নিং কর্মকর্তা ও ৯৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। নির্বাহী  ম্যাজিস্ট্রেট রয়েছেন ৩৯২ জন।