12শিক্ষার্থীদের আবাসন সঙ্কট নিরসনে হারানো হল পুনরুদ্ধারের দাবিতে বুধবার গেট বন্ধ করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়। ফলে পুরনো ঢাকায় সব রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং কর্মকর্তা সমিতি সমর্থন দিয়েছে। ফলে আন্দোলন আরো জোরদার হয়ে উঠেছে।
উল্লেখ্য ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের দখলে থাকা তিব্বত হল উদ্ধারের জন্যই এই আন্দোলন শুরু করে ছাত্রলীগ আন্দোলনের সাথে এখন সাধারণ ছাত্ররাও একাত্মতা ঘোষণা করেছে। বর্তমানে হাজী সেলিমসহ প্রায় ৫টি হল বেদখল হয়ে অবস্থায় আছে।