arfin-rumi-bg20131012064033_44412
শর্তে রুমির জামিন

স্ত্রীকে মারধর ও যৌতুকের মামলায় কারাগারে থাকা কণ্ঠশিল্পী আরফিন রুমির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে পরবর্তী শুনানি ২৩ মার্চের মধ্যে স্ত্রীর সঙ্গে আপোষের শর্তে এই জামিন আবেদন মঞ্জুর করা হয়।

আজ বুধবার দুপুরে ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তানজিনা ইসমাঈল এই আদেশ দেন।

রুমির জামিন আবেদনের শুনানি ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই আদালত বন্ধ থাকায় বেলা ১১টায় তানজিনা ইসমাঈলের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।

আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জাহিদুল আলম জাহিদ ও শাহাদত হোসেন। আদালতে শিশু সন্তান নিয়ে উপস্থিত রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা। তিনি রুমির জামিনের বিরোধিতা করেন।

অনন্যার করা মামলায় গত বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয় কণ্ঠশিল্পী আরফিন রুমিকে। জামিন বাতিল করে রুমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান।