16আল-কায়েদার প্রকাশিত অডিও বার্তাকে মাথায় রেখেই মহান একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।  বুধবার বেলা ১২টায় ২১শে ফেব্রুয়ারি ২০১৪ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, আল-কায়েদা ও জঙ্গি সমস্যা একটি বিশ্ব সমস্যা। বাংলাদেশের মাটি তাদের জন্য উপযুক্ত নয়। তারপরও আমরা এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছি। আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন এজেন্সি এ বিষয়ে কাজ করছে।

তিনি আরো বলেন, আল-কায়েদার সঙ্গে বাংলাদেশের ইসলামি দলের সংম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ২১ ফেব্রুয়ারির জন্য বুধবার থেকেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যানচলাচল নিয়ন্ত্রণসহ বহিরাগতদের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।