11আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির নামে কথিত অডিও বার্তা ওয়েবসাইটে প্রচারের অভিযোগে গ্রেফতারকৃত রাসেল বিন সাত্তারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল কখলিজেন্স (আমলী) আদালত।বুধবার বিকেলে রাসেলকে আদালতে আনা হলে আদালতে বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় রাসেলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মঙ্গলবার রাতে র‌্যাব-১২ উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বাদী হয়ে রাসেল বিন সাত্তারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাসেলকে আদালতে হাজির করে দুটি মামলায় ১৫ দিন করে রিমান্ড চাইলে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির নামে কথিত অডিও বার্তা ওয়েবসাইটে প্রচারের অভিযোগে রাসেল বিন সাত্তারকে গতকাল মঙ্গলবার টাঙ্গাইল শহরের আদি টাঙ্গাইল মাঝিপাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে তিনটি মোবাইল, দুটি ল্যাপটপ ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। সে ফেসবুকের পেজ বাঁশের কেল্লার চিফ অ্যাডমিন। –