mirza-fakrul
গণতন্ত্রের মানসকন্যাই গণতন্ত্র হত্যা করেছেন

‘গণতন্ত্রের মানসকন্যা’ বলে যিনি নিজেকে দাবি করেন- তিনিই ৫ জানুয়ারি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আক্তার মাহমুদ রচিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও তারেক রহমান’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আলমগীর বলেন, গত ৫ জানুয়ারি সরকার যে প্রহসনের নির্বাচন করেছে- ওই নির্বাচনকে এদেশের জনগণ প্রত্যাখান করেছে। তারা বিএনপির আন্দোলনে অংশ নিয়েছে। এ আন্দোলনকে আরো বেগবান করে গণতন্ত্র হত্যাকারী এ সরকারকে ক্ষমতা থেকে নামতে জনগণ বাধ্য করবে।
ফখরুল বলেন, ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে তাদের গণতন্ত্রের মানসকন্যার হাতে গণতন্ত্র নিহত হয়েছে। ওই নির্বাচনে ভোট বর্জন করেছে দেশের মানুষ। এখানেই জয়। বিএনপির জয়, খালেদা জিয়ার জয়। তিনি বলেন, অনেকেই বলেন, বিএনপি নাকি আন্দোলনে ব্যর্থ হয়েছে। তারাই ব্যর্থ হয়েছে। ৬০ বছরের একটি পুরনো দল নিজেদের অধীনে একতরফা নির্বাচন করেছে। আর জনগণ ওই নির্বাচনে অংশ নেয়নি। জনগণ প্রমাণ করেছে হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।