Gold
শাহজালালে পাঁচ কোটি টাকা মূল্যের সোনার বার আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক দিনের ব্যবধানে আবারও সোনা আটকের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের সামনে ১০০টি সোনার বার আটক করা হয়।

শুল্ক বিভাগের দাবি, সোনার বারগুলোর বাজারমূল্য পাঁচ কোটি টাকা। এদিকে সোনার বার আটকের ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিমানবন্দরে শুল্ক বিভাগের সহকারী কমিশনার নাজমা জাবিন প্রথম আলোকে জানান, ১০০টি সোনার বারের একটি প্যাকেট বোর্ডিং ব্রিজের সামনে পড়ে ছিল। এগুলো একটি ব্যাগের মধ্যে স্কচটেপে মোড়ানো ছিল। তিনি বলেন, বোর্ডিং ব্রিজের নিয়ন্ত্রক জিল্লুর রহমান ব্যাগটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি শুল্ক বিভাগকে খবর দিলে বারগুলো উদ্ধার করা হয়। ওই ব্যাগটির গায়ে এমিরেটস এয়ারলাইনসের স্টিকার যুক্ত ছিল। তিনি জানান, সোনার বারগুলোর ওজন ১১ কেজি ৭০০ গ্রাম।

শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, এই সপ্তাহে এ নিয়ে তিনবার সোনা আটকের ঘটনা ঘটল।