tofa_71010মার্চের মধ্যেই জিএসপি সুবিধা ফিরে পেতে সব শর্ত পূরণ করা হবে। আগামী ১৫ এপ্রিল জিএসপির অগ্রগতি জানাতে যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে সরকার। বৃহস্পতিবার সকালে গার্মেন্টস শিল্প নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি’র আলোচনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, তৈরি পোশাক খাতের উন্নয়ন নিয়ে বতর্মান সরকারের কোনো ঘাটতি নেই। ব্যবসায়ীদের জন্য ইতোমধ্যে এখাতের আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এ খাতে জমি কিনতে ৮০০ কোটি টাকার মধ্যে ৭০০ কোটি টাকা দেবে সরকার। তিনি ব্যবসায়ীদের পর্যাপ্ত বিনিয়োগের কথা মাথায় রেখে এ খাতে আসতে অনুরোধ করেন।