jinaidaho-map_23482ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি সমর্থিত ১৩ জনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় বিএনপি সমর্থক আব্দুল কুদ্দুস ও ফারুকসহ তিন জন আহত হন। দুর্বৃত্তরা মামুনশিয়া গ্রামের আবু তালেব মেম্বর, আরজ আলী, শওকত হোসেন, শাহ জামাল, পাগল চাঁদ, আবু দাউদ, ইলিয়াস হোসেন, রিন্টু, শুকুর আলী, বিশারত আলী, জামান ও ফারুকের বাড়ি ভাংচুর করে। ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা শিবু প্রসাদ জানান, দুর্বৃত্তরা বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কয়েকজনের বাড়িতে হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখনো কেও অভিযোগ করেননি। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বিএনপি নেতা কর্মীদের বাড়ি ভাংচুর ও লুটপাটের জন্য আওয়ামীলীগকে দায়ী করে জানান, মামুনশিয়া গ্রামের বোমাবাজ অস্ত্রধারী সন্ত্রাসী মশিয়ার, জসিম মেম্বর, নজু ও ছব্দুলের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তিনি হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়ে ভাংচুরের ঘটনার নিন্দা জানান। এদিকে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের খবর পেয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আলীম বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মামুনশিয়া গ্রামে যান এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।