Shahjahan-Khan-3নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শুরু করা হবে। এছাড়া দেশে নতুন ৪টি লাইট হাউজ নির্মাণসহ কক্সবাজারের ৩টি লাইট হাউজকে আধুনিক মানে রূপান্তর করার ব্যবস্থা নেয়া হয়েছে।শাহজাহান খান বুধবার কক্সবাজার সফরকালে লাইট হাউজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, সংসদের চলতি অধিবেশনে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের আইন পাশ করা হবে। ইতিমধ্যে একটি সেল গঠন করে দেয়া হয়েছে, আইন পাশ হলেই কার্যক্রম শুরু হবে। সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য অনেক দেশ অর্থায়ন করতে আগ্রহ দেখাচ্ছে। সরকার এবং অর্থায়নকারী দেশগুলোর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু করা হবে। বর্তমান সরকার সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে দেখছে।লাইট হাউজের ব্যাপারে মন্ত্রী বলেন, সেন্ট মার্টিন ও কুতুবদিয়ায় বিলাসবহুল বাংলো নির্মাণ করা হবে। পাশাপাশি দেশের কুয়াকাটা, দুবলার চর, ভোলা এবং মনপুরা দ্বীপে ৪টি নতুন লাইট হাউজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস এন্ড সিগন্যাল সিস্টেমস নামে ৩৬২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। শীঘ্রই নতুন ৪টি লাইট হাউজ নির্মাণসহ কক্সবাজারের ৩টি লাইট হাউজকে আধুনিক মানের করার ব্যবস্থা করা হবে।এর আগে মন্ত্রী ওইদিন দুপুর ১২টায় কক্সবাজারের বিআইডব্লিউটি-এর সাইক্লোন টার্মিনাল ভবন এবং বাঁকখালী নদী পরিদর্শন করেন। এ সময় বিআইডবিউটি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।