হজ্বযাত্রীরা কেবল বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনসের বিমানের মাধ্যমে হজ্বে যেতে পারবেন- সরকারের এমন শর্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও supreme-court-of-bangladesh_31398_44588বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে বাংলাদেশ সরকার সৌদি সরকারের সঙ্গে হজ্ব চুক্তি করে। চুক্তিতে বলা হয়, মোট যাত্রীর ৫০% বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৫০% সৌদি এয়ারলাইনসের মাধ্যমে হজ্ব পালন করতে যাবেন।

সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছরের ২৪ এপ্রিল হজ্ব এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)সহ মোট তিন জন রিট দায়ের করেন। এরপর, ‘সরকারের এ সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আপিল বিভাগের চেম্বার জজ এ আদেশকে স্থগিত করে হাইকোর্টেই এটির নিষ্পত্তির আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ, মাহবুব শফিক।

আদেশের ফলে এখন থেকে হজযাত্রীরা যে কোনো বিমানের মাধ্যমে হজ্বে যেতে পারবেন।