image_49698.kunal_kapoor_003_1024x768_rcizবলিউডের অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক, মোস্ট এলিজিবল ব্যাচেলর, কুনাল কাপুর বাঁধা পড়লেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা নয়না বচ্চনের সঙ্গে।
উত্তম কথা নিঃসন্দেহে। কিন্তু এখানেই শেষ নয়। এই এনগেজমেন্টের ফলে তিনি বলিউডের ফার্স্ট ফ্যামিলি বচ্চন পরিবারের সঙ্গেও আত্মীয়সূত্রে আবদ্ধ হলেন। বুঝলেন না? আচ্ছা খোলসা করেই বলছি।
অমিতাভ বচ্চনের ভাই অজিতাভের মেয়েই হলেন নয়না। দুই বছর আগে তাঁদের আলাপ বন্ধুদের মাধ্যমে। ইতিমধ্যে বিয়ের তারিখও প্রায় পাকা হয়ে গিয়েছে।
এমনকি কুনালের কাছাকাছি থাকার জন্যে দিল্লি থেকে মুম্বই এসে বসবাস শুরু করেছেন নয়না।
সূত্র : এই সময়।