labrob_44721
মার্কিন নীতি সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া ইস্যুতে আমেরিকার নীতি সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। ইরাকের রাজধানী বাগদাদে  তিনি সম্প্রতি এ কথা বলেন। ল্যাভরফ বলেন, মার্কিন নীতির কারণে উগ্রবাদীরাই আরও উৎসাহিত হচ্ছে যারা সন্ত্রাসবাদে অর্থায়ন করে এবং সন্ত্রাসবাদী সংগঠন ও গোষ্ঠীগুলোকে অস্ত্র দেয়।

ল্যাভরভ এমন সময় এসব কথা বললেন যখন মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সমর্থন বাড়াতে গোপনে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও তার আরব মিত্র দেশগুলো।

পত্রিকাটি আরো লিখেছে, পশ্চিমা এবং কয়েকটি আরব দেশের গোয়েন্দা প্রধান গত সপ্তাহে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে বৈঠকে বসেন। বিদ্রোহীদেরকে আরো উন্নত অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেয়ার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

আমেরিকা ও মিত্র দেশগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের পতন ঘটাতে গত কয়েক বছর ধরেই ব্যাপক চেষ্টা চালিয়ে আসছে। প্রেসিডেন্ট বাশার আসাদ সব সময় সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এসেছেন।