07
সমালোচনা-মিছিলে এবার গাঙ্গুলি

ভারত ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সমালোচনার মিছিলে এবার যোগ দিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর ধোনির অধিনায়কত্ব নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাহুল দ্রাবিড়। বলেছিলেন, ধোনি রক্ষণাত্মক। এবার ধোনির অধিনায়কত্ব ‘আপত্তিকর’ বলে মন্তব্য করলেন গাঙ্গুলি। তার নেতৃত্বে ভারত দল দেশের বাইরে হেরেই যাচ্ছে। সর্বশেষ চার সিরিজে তারা হেরেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে। দেশের বাইরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তারা হেরেছিল ৪-০ ব্যবধানে। আর দক্ষিণ আফ্রিকায় ১-০ ব্যবধানে হারের পর নিউজিল্যান্ডে কাছেও ঠিক একই ব্যবধানে হেরেছে তারা। দেশের বাইরে সর্বশেষ ১২ টেস্টে কোন জয় দেখেনি তারা। ১০টি হার আর দু’টিতে ড্র করতে পেরেছে। এই পরিসংখ্যানে ভারত দলপতি ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সাবেক খেলোয়াড়। এবার সেই দলে যোগ দিয়ে গাঙ্গুলি বলেন, ‘টেস্টে তার (ধোনি) অধিনায়কত্ব ‘আপত্তিকর’। কিন্তু এখনই তাকে এই পদ থেকে সরিয়ে দিলে দলের মধ্যে ভঙ্গুরতা চলে আসবে। টেস্ট ক্রিকেটে তার জায়গা নিয়ে কোন প্রশ্ন নেই। তবে তাকে দেশের বাইরে ভাল করার জন্য ঠিক সিদ্ধান্ত নিতে হবে।’ ভারতের সর্বকালের সেরা অধিনায়কের একজন গাঙ্গুলি বলেন, ‘বিশ্বকাপের আর এক বছরও সামনে নেই। ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার পক্ষে আমি।’ ধোনিকেও ভারতের একজন অন্যতম সফল অধিনায়ক হিসাবে ধরা হয়। তবে দেশের বাইরে তার নেতৃত্ব মোটেও প্রশংসাযোগ্য নয়। দায়িত্ব নেয়ার পর দেশের বাইরে এ পর্যন্ত তিনি ২৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জিতেছেন মাত্র ৫টিতে। আর ১১টিতে হার সাতটি টেস্ট ড্র করতে পেরেছে। তবে দেশের মাটিতে তার রেকর্ড বেশ উজ্জ্বল। ২১ জয়ের বিপরীতে তার নেতৃত্বে দেশ হেরেছে মাত্র ৩টিতে। আর ড্র করেছে ৬টি ম্যাচ।