image_54887.58499_asdfযুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অতুল কেশাপ চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। শনিবার সকালে তিনি ঢাকা পৌঁছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তার ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। এক বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, সফরকালে তিনি ওয়াশিংটনের সঙ্গে ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে জাতীয় নেতাদের সঙ্গে বেঠক করবেন।এ ছাড়াও সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও শ্রম, উন্নয়ন ও বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে তার বৈঠক করার কথা রয়েছে। অতুল কেশাপ উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে সহায়তা দিয়ে আসছেন। নতুন দায়িত্ব পাওয়ার আগে যুক্তরাষ্ট্রের পক্ষে অ্যাপেকের জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তিনি।