image_71447নবগঠিত রাজনৈতিক দল আম আদমি পার্টিতে (এএপি) যোগ দিয়েছেন কংগ্রেস দলীয় নেতা মহাত্মা গান্ধির (মোহনদাস করমচাঁদ গান্ধি) নাতি রাজমোহন গান্ধি। শুক্রবার ভারতের প্রখ্যাত এ লেখক ও চিন্তাবিদ এএপি’তে যোগ দেন বলে জানিয়েছে এনডিটিভি।
যোগদান অনুষ্ঠানে রাজমোহন বলেন, ‘কোনো দলই পুরোপুরি শু্দ্ধ নয়। কিন্তু আজকাল কংগ্রেস “খাস আদমিদের” দলে, আর বিজেপি “আমির আদমিদের” দলে পরিণত হয়েছে। শুধু এএপি’ই সত্যিকার সাধারণ মানুষের দল।’ দলটি তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছে এবং দলটির এককেন্দ্রিক দুর্নীতি বিরোধী অবস্থান আছে বলে মন্তব্য করেছেন তিনি।
এএপি’তে যোগদানের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রথম এটি জনগণের একটি দল। দ্বিতীয়ত দুর্নীতির বিরুদ্ধে দলটির অবস্থান শঙ্কাহীন। এগুলোই আমার জন্য সবচেয়ে আকর্ষণীয় কারণ। অনেক মানুষই দলটির মধ্যে একটি আশা দেখতে পাচ্ছে। আমিও এই আশা অনুভব করেছি।’

এ সময় দুর্র্নীতির বিরুদ্ধে ভারতীয় রাজনীতিতে আম আদমির ভয়হীন অবস্থানকে গান্ধির ‘লবন সত্যগ্রহ’ আন্দোলনের সঙ্গে তুলনা করেন তিনি।