what-makes-a-terrorist2হরকাতুল জিহাদ, হিজবুত তাহরীর, জামাতুল মুজাহিদিনসহ বাংলাদেশে মোট ৪০টির মতো জঙ্গি সংগঠন রয়েছে। জঙ্গিবাদের কারণে এ পর্যন্ত বাংলাদেশে মোট ২২ হাজার ৭শ’ জনের মৃত্যু হয়েছে, হিন্দুদের ৩০০টি মন্দির ৫০০টি বাড়ি এবং ২০০ দোকান ভাংচুর করেছে তারা। শনিবার রাজধানীর রেডিসন হোটেলের লহরী হলে শুরু হওয়া বাংলাদেশ সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত ‘জঙ্গিবাদের হুমকি: বাংলাদেশের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সূচনা বক্তব্যে আইনজীবী ব্যারিস্টার আবদুর রশিদ এ তথ্য তুলে ধরেন।

আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সরওয়ার, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক গাজী নাসিরউদ্দিন প্রমুখ।

ব্যারিস্টার আবদুর রশিদ বলেন, জঙ্গিবাদ দেশের মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে। জঙ্গিবাদ গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সাংঘর্ষিক। তথাকথিত জিহাদ ও খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মের নামে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের মতো ইসলামী দেশগুলোতে জঙ্গিবাদ চলছে। আল কায়েদাসহ অন্যান্য জঙ্গিবাদি সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশের খুব দ্রুত অবস্থান নেওয়া উচিৎ।