12270_ghost
পানশালার ক্যামেরায় ধরা পড়লো ভূত…

বৃটেনের সবচেয়ে প্রাচীন পানশালাগুলোর একটি বোল্টন এলাকার ‘ইয়ে ওল্ড ম্যান অ্যান্ড সাইদ’। প্রাচীনতম পানশালাগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ। ১২৫১ সালে এটি নির্মিত হয়েছিল। পানশালাটির ম্যানেজার টনি ডুলি দাবি করছেন, ওই পানশালায় স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে প্রেতাত্মার উপস্থিতি দেখতে পেয়েছেন তিনি। টনি বলছিলেন, যখন তিনি ক্যামেরায় ভিডিও ফুটেজ পরীক্ষা করছিলেন, তাতে একটি অশরীরী প্রতিচ্ছায়ার সুস্পষ্ট গঠন চোখে পড়ে তার। ঘটনার বিবরণ দিতে গিয়ে টনি বলছিলেন, তিনি প্রেতাত্মার উপস্থিতি টের পেয়েছিলেন। মেঝেতে পড়ে একটি গ্লাস ভাঙতে দেখে কৌতুহল ও সন্দেহের বশে তিনি সিসিটিভি ক্যামেরাটি পরীক্ষা করতে যান। অবাক হয়ে টনি লক্ষ করলেন যে, ক্যামেরাটি বন্ধ হয়ে গেছে। টনির মতে সেখানে ভূতের আনাগোণা রয়েছে এবং অদ্ভুত শব্দ শোনা যায় কখনও কখনও। পানশালাটি নিয়ে কিছু ভৌতিক কাহিনীও লোকমুখে শতকের পর শতক ধরে চলে আসছে। বহু রক্তাক্ত ইতিহাসের সাক্ষী এ পানশালাটি। ১৬৫১ সালে শিরোñেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা ডার্বি অঞ্চলের সপ্তম আর্ল জেমস স্ট্যানলির আত্মা পানশালায় ঘুরে বেড়ায় বলে মনে করেন অনেকে। ১৬৪৪ সালের বোল্টন গণহত্যার সময় শ’ শ’ সেনা সদস্য ও বেসামরিক মানুষকে পানশালাটির বাইরে নির্বিচারে হত্যা করা হয়।