images
বাস চাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস চাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের (ইলেক্টিক) শেষবর্ষের দুই ছাত্রের মৃত্যু হয়েছে।

এরা হলেন- ঢাকার উত্তর বাড্ডা এলাকার আবুল হাসেমের ছেলে অনিক (২২) ও শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামের আব্দুল মালেকের ছেলে আকাশ (২২)।

শুক্রবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের শাহজাদপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনা আরও দুই ছাত্র পলাশ (২২) ও মমিন (২১) গুরুতর আহত হন। এদের মধ্যে শাহজাদপুরের কাকলামাড়ি গ্রামের রুহুল আমিনের ছেলে পলাশকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবনার বেড়া উপজেলার শালিনা গ্রামের মমিনকে ঢাকায় পাঠানো হয়েছে। সর্ম্পকে এরা সবাই বন্ধু।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শাহজাদপুরের চরাচিতুলিয়া গ্রামের এক বন্ধুর বিয়ের দাওয়াতে এসেছিল। বিকেলে বাঘাবাড়ি নৌবন্ধর ঘুরে দেখার পর পাঁচটি মোটরসাইকেলযোগে ১৫ বন্ধু বাড়ি ফিরছিল। পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে দুটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এমন সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে অনিক ও আকাশ ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরও উদ্ধারের পর নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। এ ঘটনার পর কিছুক্ষণের জন্য ওই মহাসড়কে যান চলাচল ব্যহত হয়।