alg-car-bomb-kabul-jpg_45077আফগানিস্তানের কুনার প্রদেশে আজ এক সেনা ফাড়িতে তালেবান হামলায় ১৯ আফগান সেনা নিহত হয়েছে। এত দু’জন সেনা আহত হয়।

প্রদেশের গভর্নরের মুখপাত্র একথা জানান।

মুখপাত্র আব্দুল গনি মুসিম বলেন, হামলায় আফগান ন্যাশনাল আর্মির আরো ৭ সদস্য আটক হয়েছেন।