images ছবি নকল করার জন্য সমালোচিত হলো সানি লিওনের ‘রাগিনি এমএমএস টু’। যদিও এ পর্যন্ত বহু ছবিই বিভিন্ন দেশের চলচ্চিত্র থেকে নকল করে তৈরির অভিযোগ এর আগেও পাওয়া গেছে। এবার ‘রাগিনি এমএমএস টু’ ছবিটি নির্মাণ করা হয় হলিউডি ছবি ১৯৬০ সালের ‘সাইকো’ থেকে। শুধু ‘সাইকো’ই নয়, ২০১২ সালে মুক্তি পাওয়া হলিউডি ছবি ‘হিচকক’-এরও অনেকখানি গল্প চুরি করা হয়েছে এখানে।