index
নগ্ন পুনমের ধ্যান মগ্ন

বাইরে ফুড়ফুড়ে মিষ্টি হাওয়া আর ভেতরটা উষ্ণ। জোরে জোরে নিশ্বাসের শব্দ। অক্সিজেন অন, কার্বন-ডাই-অক্সাইড গন। শিরদাঁড়া সোজা। এভাবেই ধ্যানে মগ্ন আছেন পুনম পাণ্ডে। ভাবছেন ধ্যানে মগ্ন আবার কোনও খবর হলো নাকি?

খবর হবেই বা না কেন, পুনম যা করবেন সেটাইতো এখন খবর। কারণ পুনম জানেন কীভাবে খবর থাকতে হয়। কী করে নজরে পরতে হয় সবার। তাই তো ধ্যানে মগ্ন হয়েও ‘সেলফি’ তুলতে ভুল করেননি।

তবে এ ধ্যান যেমন তেমন ধ্যান নয়। রোজ সকাল সকাল উঠে নাকি খালি গায়ে, শুধু মাত্র অন্তর্বাস পরে ধ্যানে বসেন পুনম। তার কথায়, রিল্যাক্সশেসন এইভাবেই করা উচিত। একেবারে মুক্ত হয়ে।

প্রশ্ন আসে, ধ্যান করেছেন সে নয় ঠিক আছে কিন্তু সেই ছবি টুইটারে কেন? উত্তরে পুনম বললেন, আমার ফ্যানেদের জানাতে চাই আমার লাইফস্টাইলের ব্যাপারে। আর জানাতে চাই ‘সিকরেট অফ মাই সেক্সিনেস’।

কিছুদিন আগে ভ্যালেন্টাইনস ডেতে পুনম টুইটারে আপলোড করেছিলেন আরও একটি যৌনতাকে উসকে দেওয়ার ছবি। যেখানে প্রায় উন্মুক্ত পোশাকে শুয়ে ছিলেন একটি সোফার উপর। নিয়ম মেনে প্রত্যেক সপ্তাহে পুনমের এরকম ছবি আপলোড দিন দিন বাড়িয়ে চলছে টুইটারে পুনমের ফ্যান ফলোয়িং।