19
আসামি ছিনতাই ঘটনায় তদন্ত কমিটি, পুরস্কার ঘোষণা

ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটিতে ডিআইজি (ঢাকা রেঞ্জ) এস এম মাহাফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি প্রিজন (সদর দপ্তর) টিপু সুলতান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (জেল-১) সালমা বেগম সদস্য হিসাবে আছেন।

এদিকে ছিনতাই হওয়া তিন জেএমবি সদস্যকে ধরতে প্রত্যেকের জন্য দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহাফুজুল হক নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।