polise_45125ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজীপুর পুলিশের এক ইন্সপেক্টরকে প্রত্যাহার ও এক ফোর্স সুবেদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন গাজীপুর রিজার্ভ পুলিশের ইন্সপেক্টর সাইদুল করিম ও ফোর্স সুবেদার আবদুল কাদের।

আজ সন্ধ্যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জাননো হয়।

গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, আজ সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেয়ার পথে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে মৃত্যুদণ্ড পাওয়া তিন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা সংঘটিত হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ (৩৫) ও মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫)।

এ সময় হামলাকারীদের গুলি ও বোমায় পুলিশের আতিকুল ইসলাম নামের এক সদস্য নিহত ও দুজন গুরুতর আহত হন।

তবে বিকেলে টাঙ্গাইলের তক্তারতলা এলাকা থেকে রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদকে আটক করে পুলিশ। এর আগে পুলিশ আসামি ছিনতায়ের ঘটনায় জড়িত থাকার সন্দেহে টাঙ্গাইলের সখীপুর থেকে একটি পিস্তলসহ জাকারিয়া নামের একজনকে আটক করে।