1111আজ রবিবার সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এমভি ঈগল-১ নামে যাত্রীবাহী একটি লঞ্চে আগুন ধরে যায়। আগুনে লঞ্চটির তৃতীয় তলা সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে লঞ্চটির দ্বিতীয় তলাও। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে বলে ফায়ার সার্ভিস কর্মী ও লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে। চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী এমভি ঈগল-১ নামের এই লঞ্চটি চাঁদপুর লঞ্চ থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে যাওয়ার কথা ছিল।
দুর্ঘটনার পর বিলাসবহুল এই লঞ্চের যাত্রা বাতিল করা হয়। লঞ্চের সুপারভাইজার জামাল হোসেন জানান, যাত্রী ওঠানোর জন্য লঞ্চটি ঘাটে ভিড়ানোর সময় হঠাৎ লঞ্চের তিনতলায় আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ জানান, ভোর সাড়ে ৬টায় তিনতলায় বৈদ্যুতিক কন্ট্রোল সার্কিট ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনতলা লঞ্চের সবগুলো এসি, আসবাবপত্র, দোকান, নিয়ন্ত্রণ কক্ষ পুড়ে যায়।