index
পাপ মোচনের জন্য প্রধানমন্ত্রীর তওবা করা উচিত-বিএনপি

সারাদেশে বিরোধী নেতাদের হত্যা, গুম, নির্যাতনের পাপ মোচনের জন্য প্রধানমন্ত্রী তওবা করা উচিত বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কথায় জনগণ লজ্জা পেলেও তিনি নিজে লজ্জা পান না। শনিবার প্রধানমন্ত্রীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন,  নাকে খত দিয়ে বিএনপি নেত্রীকে তওবা করা উচিত। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় দলটির বোরবার নয়াপল্টনে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বয় রায় বলেন, ‘একজন মানুষ যখন রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটে তখন সে নিজে লজ্জা না পেলেও যে দেখেন তিনি লজ্জা পান। অথচ  প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি নিজে লজ্জা না পেলেও সাধারণ জনগণ লজ্জা পান। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন,  আসলে প্রধানমন্ত্রী নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার কৃতিত্ব তারই। বিরোধী নেতাদের হত্যা, গুম ও নির্যাতনের পাপ মোচনের জন্য ভিন্নভাবে প্রধানমন্ত্রীর মুখ থেকে তওবার কথা বেরিয়ে আসছে। আসলে তার তওবা করা প্রযোজ্য। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিবুর রহমান তার রাজনীতির ক্যারিয়ারে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেননি। প্রধানমন্ত্রী কোথা থেকে এ ধরনের কথা শিখেছেন তা জানি না। তবে তিনি ৬ বছর একটি দেশে ছিলেন। সেখানে কোন স্কুলে ট্রেনিং নিয়ে এসব শিখেছেন কিনা- এমন প্রশ্ন  রাখেন রিজভী আহমেদ। কেরানীগঞ্জ উপজেলা নিবার্চনে বিএনপি সমর্থিত প্রার্থীদের উপর সরকারদলীয় ক্যাডাররা হামলা চালিয়েছে এমন অভিযোগ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিবার্চনে মানুষের অধিকার হরণ করার জন্য নিবার্চনের ফলাফল ছিনিয়ে নিতে চায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন, যুবদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।