1393139976.‘এল চাপো’ বা ‘শর্টি’ নামে পরিচিত, পৃথিবীর অন্যতম মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট হোয়াকিন গুযমানকে গ্রেপ্তার করা হয়েছে মেক্সিকোতে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য পাচারকারী সংগঠন সিনালোয়া কার্টেল বা চক্রের নেতা তিনি। মাদক চোরাচালানের অভিযোগে ১৯৯৩ সালে গ্রেপ্তার করা হয়েছিলো তাকে। কিন্তু ‘শর্টি’ গুযমান লন্ড্রির ঝুড়ির ভেতরে লুকিয়ে কঠোর নিরাপত্তা-বেষ্টিত জেলখানা থেকে পালিয়ে যান ২০০১ সালে।যুক্তরাষ্ট্রের মাদক-বিরোধী বাহিনীর সঙ্গে যৌথভাবে পরিচালিত এক অভিযানে সিনালোয়া রাজ্য থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো সিনালোয়া রাজ্যের উত্তর-পশ্চিম বিনোদন কেন্দ্র মাযাতলান-এ এ গ্রেপ্তার অভিযানে অংশগ্রহণকারীদের প্রশংসা করেছেন তার টুইটার অ্যাকাউন্টে।মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার পর ভারী অস্ত্রশস্ত্র দ্বারা সুসজ্জিত নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক ঘিরে রাখা একটি হেলিকপ্টারে তোলার আগে সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে হাজির করা হয় গুযমানকে। অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো কারাম জানান, সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গুযমানকে গ্রেপ্তারে সাহায্য করবে এমন তথ্য সরবরাহকারীকে সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার দেয়ার পুরস্কার ঘোষণা করেছিলো। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার গুযমানের গ্রেপ্তারকে মেক্সিকোর জন্য ‘একটি যুগান্তকারী প্রাপ্তি’ এবং ‘মেক্সিকো ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জনগণের জন্য জয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ রয়েছে গুযমানের বিরুদ্ধে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পাচার করা কোকেন, মারিজুয়ানা এবং মেথামফেটামিন-এর বেশিরভাগ অংশই নিয়ন্ত্রণ করে সিনালোয়া কার্টেল।