images
সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন ২৯শে মার্চ

দশম সংসদের সংরক্ষিত ৫০ মহিলা আসনের নির্বাচনের তফসিল আজ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯শে মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। খসড়া তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ঠা মার্চ, যাচাই-বাছাই ৬ই মার্চ ও প্রত্যাহারের তারিখ রাখা হয়েছে ১২ই মার্চ। বৃহস্পতিবার কমিশন সভায় এ নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয় বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গত ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়ে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জোটভুক্ত অবস্থান জানাতে বলা হয়। আজকালের মধ্যেই ২৯৭ জন সংসদ সদস্যের ভোটার তালিকা প্রকাশ করা হবে। দশম সংসদে ২৯৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৩১টি। এ ছাড়া জাতীয় পার্টি ৩৪, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জাতীয় পার্টি জেপি ২, তরীকত ফেডারেশন ২, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৬টি আসন পেয়েছে। ২৪শে জানুয়ারি টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে একটি আসন শূন্য হয়েছে। আর যশোর-১ ও ২ আসনের ফল এখনও গেজেট আকারে প্রকাশিত হয়নি। কারণ, বেসরকারিভাবে নির্বাচিত দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এখনও নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেন, শিগগির এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী আনুপাতিক হারে মহিলা সংসদ সদস্য নির্বাচিত করা হবে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। দল বা জোটে নেই এমন স্বতন্ত্র সংসদ সদস্যের জন্য একটি স্বতন্ত্র তালিকা করা হয়েছে। আজকালের মধ্যে এ তালিকা প্রকাশ করে এক কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে। সংসদ সচিবালয়ের প্রকাশ্য কোন স্থানে  এ তালিকা টাঙিয়ে দেয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ তালিকা রদবদল করা যাবে না। তবে তালিকায় কোন ভুল থাকলে কমিশন তা সংশোধন করতে পারবে। জোট বা দলের মোট আসন সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী এ ৫০টি আসন বণ্টন করা হবে। সে অনুযায়ী, আওয়ামী লীগ পাচ্ছে ৩৯, জাতীয় পার্টি ৬, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১ এবং স্বতন্ত্র ৩টি আসন।